নিউ ইয়র্ক সময় ১৪ জানুয়ারি মঙ্গলবারের চমৎকার এক সন্ধ্যায় এটিভি ইউএসএ’র স্টুডিও উদ্বোধন উপলক্ষ্যে উপস্থিত হয়েছিলেন সুধীজনদের অনেকে। কুইন্সের জ্যামাইকায় নিজস্ব ভবনে গড়ে উঠেছে এই স্টুডিও।
মাত্র কয়েকদিন আগে নিউ ইয়র্কের অভিজাত একটি ব্যাঙ্কুয়েট হলে জমকালো আয়োজনে শুভযাত্রা শুরু করে প্রত্যাশা জাগানো এই টেলিভিশন চ্যানেলটি। এবার স্টুডিওর আনুষ্ঠানিক কার্যক্রমের শুরুটাও পেয়েছে ভিন্নমাত্রা। আর এই আয়োজনের মধ্যমনি হয়ে এসেছিলেন দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রিয় এই অভিনেত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান এবং চেয়ারপার্সন এশা রহমান। তখন সেখানে রঙিন একটি পরিবেশ তৈরি হয়।
ফিতা ও কেক কেটে স্টুডিওর উদ্বোধন করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর ঋতুপর্ণা বলেন, এমন একটি আয়োজনে যুক্ত থাকতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছেন তিনি। নিজেকে এটিভি ইউএসএ পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে কিংবদন্তি এই অভিনেত্রী বলেন, তার প্রত্যাশা দর্শকদের মন জয় করবে এই চ্যানেল।
এটিভি ইউএসএ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান বলেন, সবসময়ই তাদের চেষ্টা থাকবে দর্শকদের প্রত্যাশা পূরণ করার। নতুনত্ব আর সৃজনশীলতার মাধ্যমে সেটা করতে চান তারা।
প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন বলেন, স্টুডিও’র উদ্বোধনী অনুষ্ঠানে ঋতুপর্ণা সেনগুপ্তর মতো গুণী অভিনেত্রীকে পেয়ে অত্যন্ত আনন্দিত তারা। এবার দর্শক চাহিদা পূরণে কাজ করে যাবে এটিভি ইউএসএ, এমন আশার কথা বলেন তিনি।
আর অত্যাধুনিক প্রযুক্তির স্টুডিওর মাধ্যমে নতুন নতুন অনুষ্ঠান নির্মাণ দর্শকদের ভালোলাগা তৈরি করবে বলে মনে করেন টেলিভিশনটির স্টেশন চীফ শামীম আল আমিন। তিনি বলেন, এবার পুরোদমে কাজ শুরু করবে এই টেলিভিশন চ্যানেলটি। যা ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। আর অনুষ্ঠান নির্মাণের মানের বিষয়টিকে গুরুত্ব দেয়া হবে সবার আগে।
আশা মাল্টিমিডিয়ার অন্যতম প্রতিষ্ঠান সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক কাশেম মোহাম্মদ মনে করেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানই হতে পারে এটিভি ইউএসএ’র শক্তি। তিনি বলেন, এই টেলিভিশন চ্যানেলটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষি মানুষকে একত্রিত করবে, বাঙালি সংস্কৃতিকে তুলে ধরবে অন্য এক উচ্চতায়।
আশা গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুস সুলতান বলেন, দক্ষ ও মেধাবী জনবলের সঙ্গে আধুনিক প্রযুক্তি মিলিয়ে এগিয়ে যাবে এটিভি ইউএসএ। তিনি চ্যানেলটির সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক ও শিল্পী তানভীর তারেক, সাংবাদিক হাসানুজ্জামান সাকি, অনুষ্ঠান সঞ্চালক সাদিয়া খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম দুলাল, রুমা দিলরুবা আলম, রাইসা দিহান, অনুষ্ঠান সঞ্চালক ও অভিনেত্রী তাহসিন সহ অনেকে।
পরে আকাশ রহমানের সঞ্চালনায় এভিনিউ টু সাকসেস অনুষ্ঠানের বিশেষ একটি পর্বে অংশ নেন ঋতুপর্ণা সেনগুপ্ত। খুব শিগগিরই যা দেখা যাবে এটিভি ইউএসএর পর্দায়। সেই সঙ্গে দেখা যাবে এটিভি ইউএসএ’র অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।