ইতিহাস গড়ে মানবহীন মহাকাশযানের ডকিং সফলভাবে সম্পন্ন করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আমেরিকা, রাশিয়া ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এ সাফল্য অর্জন করল ভারত। এই অর্জন ভবিষ্যতে দেশটির মহাকাশ স্টেশন তৈরির পথ প্রশস্ত করবে।
বৃহস্পতিবার এই জটিল প্রযুক্তিগত কৃতিত্ব অর্জন করেছে ভারত। মহাকাশযান ডকিংয়ের ফলে দল হিসেবে কাজের পাশাপাশি কাজ সমন্বয় করতে পারে পৃথক মহাকাশযান।
বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এক্স পোস্টে জানায়, ‘মহাকাশযান ডকিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি এক ঐতিহাসিক মুহূর্ত।’
ভারত এই অভিযানের নাম দিয়েছে স্পেস ডকিং এক্সপেরিমেন্ট (স্পেডেক্স)। গত ৩০ ডিসেম্বর ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ প্রদেশ রাজ্যের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চেজার ও টার্গেট নামের পৃথক দুটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।
ইসরো জানিয়েছে, মহাকাশযান চেজার ও টার্গেটের ওজন প্রায় ২২০ কেজি করে।
মহাকাশযান দুটি একসঙ্গে উৎক্ষেপণের পর সেগুলো মহাকাশে গিয়ে পৃথক হয়ে যায়। পৃথিবী থেকে ৪৭০ কিলোমিটার ওপরে গিয়ে মহাকাশযান দুটি একই কক্ষপথে স্থাপন করা হয়, যদিও তাদের দূরত্ব ছিল প্রায় ২০ কিলোমিটার। সেখানে ডকিংয়ের প্রস্তুতির জন্য বিভিন্ন পরীক্ষা চালানো হয়।
এরপর চেজার ধীরে ধীরে টার্গেটের দিকে এগিয়ে যায় এবং বৃহস্পতিবার সকালে পরস্পরের সঙ্গে যুক্ত হয়।