পাকিস্তান নিজেদের তৈরি প্রথম স্যাটেলাইট পিআরএসসি-ইও১ (PRSC-EO1) মহাকাশে উৎক্ষেপণ করেছে। চীনের ‘লং মার্ট টু-ডি ক্যারিয়ার’ রকেটে করে স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়।
পাকিস্তান স্পেস এজেন্সি জানায়, শুক্রবার চীনের উত্তরাঞ্চলের জিকোয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পর্যবেক্ষণ স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
এ স্যাটেলাইটটি দেশটির ভূ-পর্যবেক্ষণ সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে। মহাকাশ থেকে ভূপৃষ্ঠ বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ, খনিজ সম্পদ খোঁজা, প্রাকৃতিক দুর্যোগের আগাম চিত্র পর্যবেক্ষণ, কৃষি ও নগরায়ণ পরিকল্পনা করতে সক্ষমতা বাড়াবে।
এ ধরনের কৃত্রিম উপগ্রহ সূর্যের প্রতিফলিত আলোকরশ্মি ও বিকিরণকে ব্যবহার করে ইলেকট্রো-অপটিক সেন্সরের মাধ্যমে মহাকাশ থেকে ভূপৃষ্ঠের ছবি তোলে ও তথ্য সংগ্রহ করে ভূপৃষ্ঠে থাকা স্টেশনে পাঠায়।
চীনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খলিল হাশমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে জানান, ‘আজ আমরা পাকিস্তানের মহাকাশ গবেষণা যাত্রার ইতিহাসে একটি অনন্য উচ্চতায় পৌঁছেছি এবং আর্থ-সামজিক উন্নয়নে দু’দেশের (চীন-পাকিস্তান) সম্পর্কের মাত্রাও বাড়িয়েছি।’ তিনি চীন ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।