বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

কাতারে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশি যুবকের

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

কাতারে মাইজার এলাকায় সিগনালে টার্নিং নেয়ার সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আল আমিন নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

আল আমিন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়ন বৈশ্যমুরা গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় একই এলাকার অপর এক প্রবাসী মোহাম্মদ মেহেদী গুরুতর আহত হয়েছেন। পরে তাকে হামাদ মেডিকেল হসপিটালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে, তারাও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, নিহত আল আমিন ১৭ বছর আগে কাতারে পাড়ি জমান। তিনি ভিলার ব্যবসার পাশাপাশি কাতারে নিজস্ব কোম্পানি পরিচালনা করতেন। বাংলাদেশ দূতাবাস ও কাতারের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে নিহতের মরদেহ খুব শিগগিরই দেশে আনার কথা জানিয়েছেন আল আমিনের স্বজনরা।

আল আমিনের স্ত্রী ও এক সন্তান রয়েছে। আল আমিনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।