বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

গোল উৎসবে মেতে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হেরে যেন হুঁশ ফিরেছে রিয়াল মাদ্রিদের। ওই ম্যাচের পর থেকে দুর্দান্ত পারফর্ম করে চলেছে লা লিগা চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে সেল্তা ভিগোকে বিধ্বস্ত করার পর এবার লা লিগায় লাস পালমাসের বিপক্ষে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বের্নাবেউতে রবিবার লিগের ২০তম রাউন্ডের ম্যাচে পালমাসকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

১ মিনিটের মাথায় ফাবিয়ো সিলভার গোলে এগিয়ে যায় লাস পালমাস। এরপর গুছিয়ে আক্রমণ শুরু করে রিয়াল।

১৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় রিয়াল। গোল করে ১-১ করেন এমবাপ্পে। প্রথমার্ধে আরও দুটি গোল করে লিড নিয়েছে রিয়াল।

৩৩ মিনিটের মাথায় ২-১ করেন ভিনিসিয়ুসের বদলে খেলতে নামা ব্রাহিম দিয়াজ।

৩৬ মিনিটে রিয়ালের হয়ে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে রিয়ালের হয়ে চার নম্বর গোল করেন রদ্রিগো।

এই জয়ে ২০তম রাউন্ড শেষে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল কার্লো আনচেলত্তির দল। ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ তাদের পয়েন্ট এখন ৪৬। সমান সংখ্যক ম্যাচ খেলে যথাক্রমে ২ ও ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা।