স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় আপাতত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা থেকে বিরত আছেন মেডিক্যাল বোর্ড। এছাড়া লিভারের ওপর যাতে চাপ না পড়ে, সেজন্য বিকল্প হিসেবে তাঁকে হিউম্যান সিরাম অ্যালবুমিন দেওয়া হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক মঙ্গলবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে মেডিক্যাল বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে হতে পারে বলে আমি ধারণা করছি।
যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বার্ধক্য ও নানা রোগে আক্রান্ত হওয়ার কারণে তাঁর শারীরিক সক্ষমতা যথেষ্ট না থাকায় এমন ধারণা করছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা বলেন, ‘শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল, তখন বিদেশ নিয়ে আসতে পারলে লিভার প্রতিস্থাপনের সুযোগ ছিল। মেডিক্যাল বোর্ড নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করছে। রিপোর্ট অনুযায়ী চিকিৎসায় পরিবর্তন আনা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি তাঁকে যুক্তরাজ্যে নিয়ে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।