রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

আমেরিকায় মানবাধিকারবিষয়ক সম্মাননা পেলেন চিত্রনায়িকা শাহনূর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সমাজে মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা সাইয়্যেদা কামরুন নাহার শাহনূরকে সম্মাননা দিয়েছে আমেরিকা নিউ জার্সি জেনারেল অ্যাসেম্বলি। স্থানীয় সময় সোমবার বিকেলে প্যাটারসন সিটিতে তাঁকে আমেরিকা সরকারের এ সম্মাননা তুলে দেন সিনেটর বেঞ্চি ই উইম্বার্লি।

জেনারেল অ্যাসেম্বলির স্পিকার ক্রেগ জে কফলিনের লেখা স্বাক্ষরিত প্রকলেমেশনে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব মানবাধিকার নিয়ে কাজ করার জন্য চিত্রনায়িকা শাহনূরকে এ সম্মাননা প্রদান করা হয়।

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস নিউ ইয়র্ক-এর ব্রান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়িকা শাহনূর।

তিনি নিজের নামে ‘শাহনূর ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করে সমাজে জনকল্যাণমূলক পরিষেবার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে আসছেন। ফাউন্ডেশনে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পথশিশু ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া তিনি সমাজে অসহায় দরিদ্র লোকদের সহযোগিতায় বিভিন্ন কর্মকাণ্ড করে আসছেন।

এ ছাড়া শাহনূর বাংলাদেশে এভার গ্রিন জুম বাংলাদেশ, লায়ন্স ক্লাব অব বাংলাদেশ, ঢাকা গ্লোয়িং রোজের চেয়ারপারসন, সাকসেস ওয়ার্ল্ড-এর বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থেকে কাজ করে যাচ্ছেন।

সম্মাননাপ্রাপ্তির বিষয়ে শাহনূর বলেন, ‘সম্মাননা পাওয়াটা আনন্দের। যেকোনো ভালো কাজের স্বীকৃতি সেই কাজের উৎসাহ আরো বাড়িয়ে দেয়। আমি বিগত কয়েক বছর ধরে সমাজে মানবাধিকার ও সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি।