বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

হাসপাতাল ছেড়ে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় শুক্রবার দ্য লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন।

বার্ধক্য, হার্ট, কিডনিসহ শারীরিক নানা জটিলতার কারণে স্বাস্থ্যঝুঁকি থাকায় যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। ফলে টানা ১৭ দিন নানা পরীক্ষা-নিরীক্ষার পর ছাড়পত্র দিয়েছে দ্য লন্ডন ক্লিনিক। তাঁর বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে ফলোআপের জন্য আসবেন হাসপাতালে।

শুক্রবার সন্ধ্যায় লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ তথ্য জানান।

খালেদা জিয়ার চিকিৎসকরা জানান, বর্তমানে ওষুধের মাধ্যমে যে চিকিৎসাপদ্ধতি চলছে, সে ব্যাপারে দ্য লন্ডন ক্লিনিক ও আমেরিকার জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকেরা একমত হয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের হার্টের সমস্যার সমাধান হয়েছে। এখনও মূল সমস্যা কিডনিতে।

চিকিৎসকরা আরও জানান, ‘খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন।’

এভারকেয়ার হাসপাতালে যে চিকিৎসা চলছিল তা লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা প্রথমে সাপোর্ট করেননি। তারপর নতুনভাবে কিডনির চিকিৎসা শুরু হয়। কয়েক দিন আগে ক্রিয়েটিনিন মাত্রা (কিডনির কার্যকারিতা মূল্যায়ন করতে সাহায্য করে) বর্ডার লাইন ক্রস করে। এতে অবস্থা খারাপ হয়ে পড়ে।

৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। ৮ জানুয়ারি সেখানে পৌঁছালে ‘দ্য লন্ডন ক্লিনিকে’ তাকে ভর্তি করা হয়।