রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

এনএসইউতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণের ওপর সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ বৃহস্পতিবার ‘মিশনভিত্তিক উদ্ভাবনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রণ’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে সম্প্রতি অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান বক্তা ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আইন অনুষদের ডি.ফিল ক্যান্ডিডেট মোহাম্মদ আতাউল করিম।

উদ্বোধনী বক্তব্য দেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম।

সমাপনী বক্তব্য দেন এনএসইউর আইন বিভাগের সিনিয়র প্রভাষক মো. রজব আলী।