বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

দুইশ’ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে চার ইসরাইলি সেনার মুক্তি

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

গাজায় হামাসের হাতে থাকা চার ইসরায়েলি নারী সেনা সদস্যকে মুক্তি দেয়া হয়েছে। বিনিময়ে দুশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

শনিবার সামরিক হেলিকপ্টারে করে চারজনকে পেটাহ টিকভার বেইলিনসন হাসপাতালে পৌঁছানো হয়েছে। তাদের সাথে তাদের অভিভাবকরাও ছিলেন, এএফপি’র সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।

হামাসের কাছ থেকে যে চার জন মুক্তি পেলেন তারা হলেন- কারিনা আরিয়েভ, ড্যানিয়েলা জিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ।

যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এ নিয়ে দ্বিতীয় দফায় চার জিম্মিকে মুক্তি দিলো হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা করার পর যাদের জিম্মি করে নিয়ে এসেছিলো তাদের মধ্যে এই চারজনও ছিলো।

তবে বেসামরিক জিম্মি আরবেল ইয়েহুদকে মুক্তি না দেয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল।

এর জবাবে ইসরায়েল বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে ফিরতে এখনো অনুমতি না দেয়ার কথা জানিয়েছে।

হামাস বলছে, ফিলিস্তিনিদের উত্তরাঞ্চলে ফিরতে না দিতে গুরুত্বপূর্ণ করিডোর বন্ধ রাখার মধ্য দিয়ে ইসরায়েল নিজেই তার পায়ের নিচে মাটি খুঁড়ছে।

তাদের দাবি সমঝোতা বাস্তবায়নে বাধার জন্য ইসরায়েলই দায়ী থাকবে।

এদিকে রেডক্রস দ্বিতীয় দফার জিম্মি মুক্তি কার্যক্রম সমাপ্ত হওয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়া এক বিবৃতিতে আইসিআরসি এ বিষয়ে তাদের ভূমিকার কথা উল্লেখ করেছে। তারা বলেছে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের পর তারা ইসরায়েলে আটক থাকা ১২৮ জন বন্দিকে গাজা ও পশ্চিম তীরে নেয়ায় সহায়তা করেছে।

বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় মুক্ত ফিলিস্তিনিদের নিয়ে উল্লাস করেছে ফিলিস্তিনিরা।