রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

প্রবাসীদের উদ্যোগে কাতারে চাহিদা বাড়ছে বাংলাদেশি তৈরি পোশাকের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাকের প্রসারে কাজ করেছেন কাতারে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। দেশটিতে বাংলাদেশী মালিকানাধীন পোশাকের ব্যবসা প্রতিষ্ঠান কম থাকায় অনেকটা পিছিয়ে ছিল এ খাতের ব্যবসায়ীরা। এজন্য বাংলাদেশের তৈরি পোশাককে ব্র্যান্ডিং করছে প্রবাসী ব্যবসায়ীরা।

এতে ধীরে ধীরে কাতারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বাড়ছে।

কাতারে বাংলাদেশি তৈরি পোশাকের দোকান ৫শ’র বেশি। ২৩ হাজার বর্গমিটারের প্লাজা মল এশিয়ান টাউন শপিং সেন্টারে রয়েছে তৈরি পোশাকের শতাধিক দোকান। এছাড়া দোহার অনেক দোকানেই বাংলাদেশের তৈরি পোশাক পাওয়া যায়।

প্রবাসীদের একজন বলেন, ‘বাংলাদেশি পণ্যের চাহিদা আছে এখানে। কেননা মান ভালো, দামে কম।’

প্রবাসী ব্যবসায়ীদের একজন বলেন, ‘আমরা বেশির ভাগ প্রেজেন্ট করি বাংলাদেশি পণ্য। আন্তর্জাতিক মানের পণ্যের সাথে প্রতিযোগিতা করে কাতারে আমাদের পণ্যের বাজার তৈরি হচ্ছে।’

কাতারে তৈরি পোশাক শিল্প ও ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পাঁচ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। তারা বলছেন অন্যান্য দেশের অভিবাসীরাও বাংলাদেশের তৈরি পোশাকের ব্যবহার বাড়িয়েছেন।

কাতারের আরেক বাংলাদেশী ব্যবসায়ী বলেন, ‘ইউরোপ, আমেরিকা আমাদের পোশাক শিল্পের যেমন সুনাম আছে কিন্তু মধ্যপ্রাচ্যে এখনো তেমন সুনাম নেই। আমরা ব্র্যান্ডিং করলে পণ্যের চাহিদা বাড়বে। এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছি।’

কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তৈরি পোশাকের বাজার সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান প্রবাসী ব্যবসায়ীদের।