রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

অবশেষে অভিবাসীদের গ্রহণ করতে রাজি কলম্বিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকা থেকে বিতাড়িত অভিবাসী বহনকারী সামরিক বিমান অবতরণ করতে না দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে কলম্বিয়া। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কলম্বিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সবগুলো শর্তই মেনে নিয়েছে তারা।

এর আগে রবিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন যে অভিবাসীদের ফেরত নিয়ে আসা আমেরিকার সামরিক বিমানকে তিনি নিজ দেশে প্রবেশের অনুমতি দেননি।

তিনি বলেছেন, ‘আমরা আমাদের নাগরিকদের বেসামরিক বিমানে আনা হলে এবং অপরাধীর মতো আচরণ না করা হলে গ্রহণ করবো’ এবং ‘অভিবাসীদের ফেরত পাঠাতে হবে ‘মর্যাদা ও সম্মানের সাথে’।

তবে এসব বাদানুবাদের পরে হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কোনরকম সীমাবদ্ধতা বা দীর্ঘসূত্রিতা ছাড়াই’ আমেরিকার সামরিক বিমানে করে ফেরত আসা অভিবাসীদের গ্রহণ করতে রাজি হয়েছে কলম্বিয়া।

কলম্বিয়া জানিয়েছে, ‘আমাদের নাগরিকদের মর্যাদা নিশ্চিত করার ব্যাপারে’ আলোচনা অব্যাহত থাকবে।

হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, বাড়তি শুল্ক আরোপের বিষয়ে খসড়া প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে। কলম্বিয়া যদি এই সমঝোতা না মানে, তাহলে সেটা বহাল করা হবে।

সেই সাথে অভিবাসীদের বহনকারী প্রথম বিমানটি অবতরণ না করা পর্যন্ত ভিসা নিষেধাজ্ঞা এবং কলম্বিয়ান পণ্যের ওপর বাড়তি তদারকি অব্যাহত থাকবে।