রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

শবনমকে নিয়ে পূর্ণিমার আবেগঘন ফেসবুক পোস্ট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। কাজের পাশাপাশি সরব থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। মাঝে মধ্যেই ছবি বা ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। এবার কিংবদন্তি অভিনেত্রী শবনমকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন পূর্ণিমা।

সোমবার শবনমের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ফেসবুক পোস্ট করেছেন এই চিত্রনায়িকা। লিখেছেন, ‘শিল্পী জীবন মাঝে মাঝে ভীষণ সার্থক মনে হয়, যখন আপনার মতো কিংবদন্তী শিল্পী (শবনম) বলেন, ‘পূর্ণিমা তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার কাজ আমি দেখেছি।’ আমাদের একজন শবনম আছেন, এটাই আমাদের গর্বের বিষয়। আপনার সান্নিধ্যে এসে সময় কাটিয়েছি। এই পরম ভালোলাগার স্মৃতি শ্রদ্ধার সাথে লালন করবে আমার হৃদয়ে। শবনম ম্যাম আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন অনেক দোয়া, ভালোবাসা।’

বাংলাদেশের স্বাধীনতাপূর্ব সময়ে সাড়া জাগানো কিংবদন্তি চিত্রনায়িকা শবনম। ১৯৫৮ সালে চলচ্চিত্রে যুক্ত হলেও ১৯৬১ সালে ‘হারানো দিন’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান এ অভিনেত্রী। উর্দু সিনেমা ‘চান্দা’-এ অভিনয় করে তিনি তারকাখ্যাতি পান পুরো পাকিস্তানে। শবনমকে সেসময় মহানায়িকার আসনে বসিয়েছেন দর্শক ও সংশ্লিষ্টরা। স্বাধীনতার পরও এ চিত্রনায়িকা অনেক সিনেমায় অভিনয় করেছেন। জয় করেছেন চলচ্চিত্র কলাকুশলীদের মন।