রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রামে মঞ্চ মাতাবেন জেমস

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট।
জেলা প্রশাসন চট্টগ্রামের আয়োজিত ‘ফ্লাওয়ার ফেস্ট’র ‘গালা নাইট’ কনসার্টে গান গাইবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্টটি। সেখানে অংশ নেবেন জেমস ও তার দল।

উন্মুক্ত এ কনসার্টে আসা শ্রোতাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকরা।

এতে জেমসের পাশাপাশি আরও পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ।