আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশি মো. আবদুল মান্নান জিতেছেন ১০ লাখ দিরহামের লটারি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ সোয়া ৩ কোটি টাকা।
আরব অঞ্চলের অন্যতম বড় লটারি বিগ টিকেটের সর্বশেষ ড্রতে ১০ লাখ দিরহাম জিতেছেন তিনি। শুক্রবার সাপ্তাহিক ইলেকট্রনিক লটারি (ই-ড্র) সিরিজ ২৭১-এ তিনি এ পুরস্কার পান বলে জানিয়েছে আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশি আব্দুল মান্নান দেশটির রাজধানী আবুধাবিতে বাস করেন এবং সেখানেই তাঁর নিজস্ব ব্যবসা আছে। লটারির দোকান থেকে দুটি টিকেট কেনার পর বিগ টিকেটের প্রমোশনাল অফারে মান্নানকে আরও তিনটি টিকেট ফ্রি দেওয়া হয়। ওই ফ্রি টিকেটগুলোর একটিই তাকে ১০ লাখ দিরহাম এনে দিয়েছে।
মান্নান জানান, এক দশক আগে বন্ধুদের কাছে তিনি প্রথম এই বিগ টিকেট লটারির কথা শুনতে পান। বন্ধুদের কাছ থেকে লটারির ড্র নিয়ে নানান গল্প শুনে শেষ পর্যন্ত তিনিও ভাগ্য পরীক্ষায় নামার সিদ্ধান্ত নেন এবং টিকেট কেনা শুরু করেন।
মান্নান বলেন, যখন আমি বিগ টিকেটের ফোন পাই, আমি আনন্দ ও উত্তেজনায় অভিভূত হয়ে পড়েছিলাম। ভেতরে ভেতরে কেন যেন মনে হচ্ছিল, আজ সম্ভবত আমার জন্য সৌভাগ্যের দিন, শেষ পর্যন্ত তা-ই হলো।
লটারিতে জেতা টাকা দিয়ে কী করবেন তা পুরোপুরি ঠিক করতে না পারলেও ব্যবসা প্রসারে কিছু টাকা বিনিয়োগ করার ইচ্ছা আছে তার।