দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৬ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে নাইম শেখের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২০ রান করে খুলনা। জবাবে ৯ উইকেট ১৭৪ রান করে রংপুর। দ্বিতীয় খেলায় সিলেট স্ট্রাইকার্সকে ৯৬ রানে হারিয়ে প্লেঅফ নিশ্চিত করেছে চিটাগং কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৯৬ রান করে চিটাগং। জবাবে ১০০ রানে অল আউট হয়ে যায় সিলেট।
লিগে ১১ ম্যাচ শেষে ৫ জয় ও ৬ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে খুলনা। প্লে-অফের শেষ দু’টি স্থানের জন্য লড়ছে খুলনা, চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে চট্টগ্রাম এবং ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে আছে রাজশাহী। লিগে নিজেদের শেষ ম্যাচে জিতলেই প্লে-অফে খেলবে খুলনা। কারণ রাজশাহীর সাথে রান রেটে এগিয়ে রয়েছে খুলনা। আর বাকী দুই ম্যাচের ১টিতে জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে চট্টগ্রামও।
লিগ পর্বে সবগুলো ম্যাচ ১২টিতে খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে রংপুর। চট্টগ্রাম নিজেদের শেষ দুই ম্যাচ জিতলে তৃতীয়স্থানে নেমে যাবে রংপুর।