রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

বিপিএলে জয় পেল খুলনা এবং চিটাগং

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারায় খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৩ রান করে ঢাকা। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় খুলনা।

দ্বিতীয় খেলায় ফরচুন বরিশাল কে ২৪ রানে হারিয়ে কোয়ালিফায়ার স্পট নিশ্চিত করে চিটাগং কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৬ রান করে চিটাগং। জবাবে ৭ উইকেটে ১৮২ রান করতে পারে বরিশাল।

বরিশালের বিপক্ষে জয়ে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে চিটাগং। ১২ ম্যাচে দুই দলের পয়েন্ট সমান ১৬ হলেও নেট রান রেটের ব্যবধানে রংপুরের (+০.৫৯৬) চেয়ে এগিয়ে আছে চিটাগং (+১.৩৯৫)। ফলে প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগং। সেখানে তাদের প্রতিপক্ষ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বরিশালই।

সোমবার একই ভেন্যুতে ফের মুখোমুখি হবে চিটাগং ও বরিশাল। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার।

এদিকে বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্সের মুখোমুখী হবে খুলনা। এই জয়ে ১২ ম্যাচে ১২ পয়েন্ট হয় খুলনার। ১২ ম্যাচে খুলনার সমান ১২ পয়েন্ট আছে দুর্বার রাজশাহীর। রান রেটে রাজশাহীর চেয়ে এগিয়ে থাকায় চতুর্থস্থানে উঠলো খুলনা। খুলনার রান রেট ০.১৮৪ এবং রাজশাহীর রান রেট -১.০৩০।