রবিবার

,

২রা ফেব্রুয়ারি, ২০২৫

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের ‍মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

শহরের যান্ত্রিক জীবন থেকে দূরে গিয়ে মরু অঞ্চল ছেবদিতে দুদিনব্যাপী বার্ষিক বনভোজন ও পিঠা উৎসবের আয়োজন করেছিল কুয়েতের বাংলাদেশ কমিউনিটি। নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে জমজমাট আয়োজন অংশ নেন কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও মেজবানির আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশি শিশুদের পরিবেশনা আর বিভিন্ন জেলার প্রবাসী পরিবারের নারীরা হাতে তৈরি ভাপা পিঠা, চিতল পিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, চমচম পিঠা, নারিকেল পিঠা, আঙুল গজা, মিস্টি, সন্দেশসহ নিজ জেলার ঐতিহ্য তুলে ধরেন।

বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় কমিউনিটির নেতারা কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতামূলক কার্যক্রমের কথা তুলে ধরে সামর্থ্যবান প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। বিভিন্ন ইভেন্টে নারী, পুরুষ ও শিশুদের ভিন্ন ভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কারও প্রদান করেন।

প্রবাসী গৃহিণী নাসিমা আক্তার বলেন, প্রবাসে আমাদের ছেলে-মেয়েরা দেশে ইতিহাস ও ঐতিহ্য সংস্কৃতি ভুলে যেতে বসেছে। বাংলাদেশ কমিউনিটি এই ধরনের আয়োজনে ফলে বিভিন্ন জেলার প্রবাসী পরিবারগুলো একত্রিত হতে পারলে সুসম্পর্ক বাড়ে। ছেলে -মেয়েরাও দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা পায়।

বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী কুয়েত সিটি থেকে মরুভূমিতে বাংলাদেশিদের সমর্থন ও এই মিলনমেলায় অংশ নেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীতে প্রবাসীদের সহযোগিতায় এগিয়ের আসার আহ্বান জানান তিনি।