বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

অমর একুশে বইমেলায় পাঠকের ভিড়, বাড়ছে বইয়ের সংখ্যাও

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৫-এর তৃতীয় দিন প্রথম দুই দিনের তুলনায় ভিড় বেড়েছে। নতুন বইয়ের সংখ্যাও বাড়ছে। সোমবার মেলায় নতুন বই এসেছে ৩২টি। এরমধ্যে গল্প-১টি, উপন্যাস-৮টি, প্রবন্ধ-৩টি, কবিতা-১০টি, গবেষণা-১টি, শিশুসাহিত্য-১টি, জীবনী-২টি, বিজ্ঞান-১টি, ভ্রমণ-১টি, ইতিহাস-১টি, রাজনীতি-২টি ও অন্যান্য ১টি। আগের দিন নতুন বইয়ের সংখ্যা ছিল ১৩।

মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত।

দীপা দত্তের সভাপতিত্বে বইমেলার মূলমঞ্চে ‘হায়দার আকবর খান রনো : আজীবন বিপ্লব-প্রয়াসী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

প্রাবন্ধিক বলেন, বাংলাদেশের বাম রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন হায়দার আকবর খান রনো।

এ দেশের বাম রাজনীতিক একই সঙ্গে ছাত্র ও শিক্ষক ছিলেন। তিনি কখনো কট্টরপন্থার অনুসারী ছিলেন না; ভিন্ন মেরুর বামপন্থী নেতাদের একসঙ্গে বসিয়ে আলোচনার পথ খুলে দিতে সচেষ্ট ছিলেন। বাষট্টির ছাত্র আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তৎপরবর্তী স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে রনোর ভূমিকা ছিল প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ। রাজনীতির বাইরেও বিচিত্র বিষয়ে তার আগ্রহ ছিল। রনো মার্ক্সবাদী দর্শন ও বিজ্ঞানের জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ ভাষায় পাঠকদের কাছে তুলে ধরেছেন।

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি চঞ্চল আশরাফ এবং শিশুসাহিত্যিক আতিক হেলাল।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মোহন রায়হান ও রেজাউদ্দিন স্টালিন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মাহমুদা সিদ্দিকা সুমি এবং হ্যাপি হাবিবা। ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের পরিচালনায় ছিল সাংস্কৃতিক সংগঠন ‘বাঁশরী’র পরিবেশনা।