দেশে খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। এক মাসের ব্যবধানে জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি কমেছে ২.২ শতাংশ।
নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৯৪ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ডিসেম্বরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ১০.৮৯ শতাংশ।
বিবিএসের সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশে খাদ্য মূল্যস্ফীতি ২.২ শতাংশ কমে ১০.৭২ শতাংশে নেমে এসেছে। গত বছরের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতির ছিল ১২.৯২ শতাংশ এবং নভেম্বরে ছিল ১৩.৮ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের ফলে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি জানুয়ারিতে ০.৯৫ শতাংশ কমে ৯.৯৪ শতাংশে নেমে এসেছে।
এদিকে জানুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জানুয়ারিতে সামান্য বেড়ে ৯.৩২ শতাংশে পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল ৯.২৬ শতাংশ।
জানুয়ারি মাসে গ্রামীণ পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ১ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ১১ দশমিক শূন্য ৯ এবং ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ৯ দশমিক ৭০ শতাংশ।
অপর দিকে জানুয়ারিতে শহর পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৮৯ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ১০ দশমিক ৮৪।