বুধবার

,

৫ই ফেব্রুয়ারি, ২০২৫

সুইডেনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোর একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বন্দুকধারীও আছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিসবার্গস্কা নামক স্কুলটিতে প্রবেশ করে। এ সময় হামলাকারী এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তকর্মীদের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা স্কুলভবনটিতে তল্লাশী চালাচ্ছে। তবে এখনও হামলার উদ্দেশ্য জানা যায়নি।

পুলিশ আরও জানায়, একজন বন্দুকধারীই এই হামলা ঘটিয়েছে বলে ধারণা হচ্ছে। এই হামলার সাথে কোনো গোষ্ঠী জড়িত আছে বলে আপাতত মনে হচ্ছে না। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রমার বলেছেন, ‘প্রধান সন্দেহভাজন হামলাকারী নিহতদের মধ্যে একজন এবং হামলার উদ্দেশ্য এখনও অজানা। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত হামলার কোনো স্পষ্ট কারণ বা উদ্দেশ্য পাওয়া যায়নি।’

স্কুলটিতে সাধারণ শিক্ষার্থীদের বদলে সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত পড়াশোনা করেন। তবে স্কুলটির কাছেই শিশুদের একটি স্কুলও আছে।

এদিকে এই ঘটনাকে সুইডেনের ইতিহাসে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন শোক প্রকাশ করেছেন।