এই প্রথম দেশীয়ভাবে নির্মিত ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান। ‘শহিদ বাঘেরি’ নামের এই ড্রোনবাহী যুদ্ধজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে উন্মোচন করা হয়। পারস্য উপসাগরে-এর উন্মোচন করে ইরান রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অত্যাধুনিক এই নৌযানটি একাধিক ড্রোন স্কোয়াড্রন মোতায়েন, যুদ্ধবিমান উৎক্ষেপণ ও পুনরুদ্ধার এবং বিভিন্ন গোয়েন্দা ও হামলা ড্রোন পরিচালনায় সক্ষম।
জাহাজটি উচ্চগতির আক্রমণাত্মক বোট, যুদ্ধ ও সহায়ক হেলিকপ্টার বহন এবং পরিচালনা করতে পারে। এটি ড্রোন ও হেলিকপ্টার মিশনের জন্য একটি মোবাইল সামুদ্রিক প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।
যুদ্ধজাহাজটি ফোর্স ৯ মাত্রার (খোলা সমুদ্রে প্রবল ঢেউয়ের প্রতিকূলতা) সামুদ্রিক পরিস্থিতি সহ্য করতে পারে এবং এতে ২২,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত অপারেশনাল রেঞ্জ রয়েছে।
এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো- এক বছর পর্যন্ত পুনরায় জ্বালানি না নিয়েই দীর্ঘ দূরত্বের মিশন পরিচালনা করতে পারবে।
আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি জানান, ‘শহীদ বাহমান বাগেরি’ নামের ড্রোনবাহী যুদ্ধজাহাজটি আগে বাণিজ্যিক জাহাজ হিসেবে ব্যবহৃত হতো।
গত আড়াই বছরের চেষ্টায় এটিকে ড্রোনবাহী যুদ্ধজাহাজে রূপ দেওয়া হয়। জাহাজটিতে ৬০টি ড্রোন বহন করা যাবে।
তাংসিরি জানান, এটি ইরানের ইতিহাসে বৃহত্তম নৌ সামরিক প্রকল্প। এই যুদ্ধজাহাজ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি ড্রোন ও হেলিকপ্টার বহনে সক্ষম। এটি ইলেকট্রনিক যুদ্ধের জন্যও সজ্জিত করা হয়েছে এবং সাগরে সর্বোচ্চ এক বছর অবস্থান করতে পারবে।
জাহাজের উন্মোচনী অনুষ্ঠানে আইআরজিসির প্রধান হোসেইন সালামি জোর দিয়ে বলেন, ‘অন্য কাউকে হুমকি দেওয়ার ইচ্ছা নেই ইরানের। তবে আমরা কোনো শক্তির হুমকির কাছে মাথা নত করব না।’
তিনি আরো বলেন, ‘ইরান যাদের শত্রু’ বিবেচনা করে, তাদের কারো সঙ্গে আমরা যুদ্ধে জড়াব না।
ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরি জাহাজটিকে একটি মোবাইল ঘাঁটি আখ্যা দেন, যা বিশ্বের জলসীমায় স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে পারে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের পথে বাধা দিতে একটি নতুন চুক্তির আহবান জানানোর এক দিন পর তিনি এ কথা বললেন।
তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্র বানাতে চাই না। এটি যাচাই করা খুবই সহজ কাজ।