সোমবার

,

১০ই মার্চ, ২০২৫

ইউরোপের প্রতিরক্ষায় ৮০০ বিলিয়ন ইউরো সংগ্রহের পরিকল্পনা

এটিভি ইউএসএ নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইউরোপের প্রতিরক্ষা বাস্তবায়নে প্রায় ৮০০ বিলিয়ন ইউরোর বিশাল তহবিল সংগ্রহ এবং ইউক্রেনকে তাৎক্ষণিক সামরিক সহায়তা দিতে মঙ্গলবার পাঁচ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন।

৬ মার্চ ব্রাসেলসে ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব রাখবেন বলে জানা গেছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য দেশটির সহায়তা স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এই পদক্ষেপ নিলেন তিনি।

এক চিঠির মাধ্যমে ইউরোপীয় নেতাদের সামনে পরিকল্পনা উপস্থাপন করে উরসুলা ফন ডার লিয়েন বলেন, ‘আমাদের সামনে নতুন ইতিহাস।’ ইউক্রেনের প্রতি সমর্থন এবং ইউরোপের প্রতিরক্ষা জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া শীর্ষ সম্মেলনের দুই দিন আগে তিনি এই চিঠি দেন।

উরসুলা বলেন, ‘রিআর্ম ইউরোপ’-এর আওতায় একটি নিরাপদ ও স্থিতিশীল ইউরোপের জন্য প্রায় ৮০০ বিলিয়ন ইউরোর প্রতিরক্ষা তহবিল সংগ্রহ করতে হবে।

পরিকল্পনার রূপরেখা উপস্থাপনের সময় তিনি বলেন, এর মধ্যে ১৫০ বিলিয়ন ইউরো ঋণ সুবিধা এবং প্রতিরক্ষায় ব্যবহারের জন্য বৃহৎ আকারের বিনিয়োগ সুবিধা রাখা হবে।

সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদন প্রয়োজন—এমন প্রস্তাবগুলোর অধীনে কত দ্রুত তহবিল সরবরাহ করা যেতে পারে এবং এটি কত দ্রুত কিয়েভের জন্য যুদ্ধক্ষেত্রে সহায়তা হিসেবে রূপান্তরিত হতে পারে, তা স্পষ্ট নয়।

পরিকল্পনাগুলো হলো—ইইউয়ের কঠোর বাজেট নিয়ম শিথিল করা, যাতে তারা প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে পারে।

এতে চার বছরে ৬৫০ বিলিয়ন ইউরো ছাড় করা সম্ভব।

বৃহস্পতিবারের এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। তবে ইইউর ভেতরেই বিদ্যমান মতভেদ নিয়ে চিন্তিত বিশ্লেষকরা।