সিরিয়ায় সরকারের নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাচ্যুত সরকারপ্রধান বাশার আল-আসাদের প্রতি অনুগত সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে ৭১ জন নিহত হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, সংঘর্ষে ৭১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৩২ জন বন্দুকধারী ও চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।
ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা দ্য অবজারভেটরি জানিয়েছে, উভয় পক্ষই কয়েক ডজন লোককে আহত ও বন্দি করেছে। দেশটির কর্তৃপক্ষ হোমস ও তারতুসেও কারফিউ জারি করেছে।
লাতাকিয়ার নিরাপত্তা কর্মকর্তা মুস্তাফা কেনিফতি বলেছেন, পরিকল্পিতভাবে আসাদের মিলিশিয়া অবশিষ্টাংশের বেশ কয়েকটি দল জাবলেহ এলাকায় আমাদের অনেক টহলকে লক্ষ্য করে অবস্থান ও চেকপয়েন্টে আক্রমণ করেছে।
কেনিফতি বলেছেন, নিরাপত্তা বাহিনী তাদের (আসাদের অনুগতদের) উপস্থিতি নির্মূল করতে কাজ করবে।
তিনি বলেন, শাসন কাজ পরিচালনা ও আমাদের জনগণের সম্পত্তি রক্ষা করতে আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনব।
২০২৪ সালের ডিসেম্বরে ইসলামপন্থী বিদ্রোহীদের প্রবল অভিযানে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সহিংসতা দেশটির নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, লাতাকিয়া ও এর পার্শ্ববর্তী তারতুস শহর ও পাহাড়ে নিরাপত্তা বাহিনী ‘বৃহৎ আকারে’ অভিযান শুরু করেছে।