সোমবার

,

১০ই মার্চ, ২০২৫

ভারতের বেঙ্গালুরুতে পুরস্কৃত ‘সাবা’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাপানের ২০তম ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ‘সাবা’। এবার ভারতের বেঙ্গালুরুতেও পুরস্কৃত হয়েছে ছবিটি।

১ মার্চ শুরু হয়েছিল ১৬তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার নেমেছে উৎসবটির পর্দা। এই আসরে এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগে তৃতীয় হয়েছে ‘সাবা’।

ক্যারিয়ারে বড় পর্দায় অভিষেকেই সাফল্য পেয়ে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবি ‘সাবা’ তে-ই প্রথম অভিনয় তার।

প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব; ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসবসহ বিভিন্ন আয়োজনে ‘সাবা’র সাফল্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুসংবাদটি ভাগ করে নেন মেহজাবীন নিজেই। এর আগে ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয় এসব তথ্য। আর সেটি শেয়ার করেই আনন্দ প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন লেখেন, ‘আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম সাবা। টিমের সকলকে অভিনন্দন।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। আর গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।