আমেরিকায় রফতানি করা বিদ্যুতের ওপর সোমবার থেকে অতিরিক্ত ২৫ শতাংশ সারচার্জ আরোপ করার ঘোষণা দিয়েছেন কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড। পাশাপাশি আমেরিকা বাণিজ্য যুদ্ধ চালালে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়ার হুমকিও দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড এ ঘোষণা করেছেন।
টরন্টোতে এক সংবাদ সম্মেলনে ফোর্ড হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমেরিকা যদি উত্তেজনা আরও বাড়ায়, তাহলে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে দ্বিতীয়বার ভাববো না আমি।’
ফোর্ড আরও বলেন, ‘বিশ্বাস করুন, আমি এটা করতে চাই না। আমেরিকানদের জন্য আমার খারাপ লাগছে। কারণ এই বাণিজ্য যুদ্ধের জন্য তারা দায়ী নয়। এর জন্য একজনই দায়ী, তিনি হলেন প্রেসিডেন্ট ট্রাম্প।’
সিএনএন জানিয়েছে, এই পদক্ষেপের ফলে আমেরিকার মিনেসোটা, নিউ ইয়র্ক এবং মিশিগান অঙ্গরাজ্যের প্রায় ১৫ লাখ আমেরিকান গ্রাহক ভোগান্তিতে পড়বেন।
ধারণা করা হচ্ছে, এই শুল্ক বৃদ্ধির ফলে আমেরিকান গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিল প্রায় ১০০ ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে। আর কানাডার অন্টারিও সরকার আশা করছে, এই শুল্ক বৃদ্ধি প্রতিদিন তাদের ৩ থেকে ৪ লাখ কানাডিয়ান ডলার বাড়তি রাজস্ব আনবে। এই অর্থ অন্টারিওর অর্থনীতিকে সহায়তা করবে।
প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি কানাডা এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন আরোপিত ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন। তবে কানাডা তাদের প্রতিশোধমূলক শুল্ক বজায় রাখবে বলে জানিয়েছে। অন্টারিওর শুল্ক বৃদ্ধি এই প্রতিক্রিয়ারই অংশ।
এই বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতি এবং ভোক্তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পদক্ষেপের ফলে উভয় পক্ষেরই ক্ষতি হতে পারে। ফলে বিষয়টি দ্রুত সমাধানের প্রয়োজন।