ছোটবেলা থেকে নৃত্যচর্চা করে এসেছেন পারসা ইভানা। দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী হিসেবে। সেজন্য অভিনয়ে নিজেকে আরেকটু শাণিত করতে প্রশিক্ষণ নিতে আসছেন আমেরিকার নিউ ইয়র্কে।
এখানে তিনি দ্য ফ্রিম্যান স্টুডিওতে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেবেন ফ্রিম্যান স্কটের কাছে। যিনি তিন দশকের বেশি সময় ধরে প্রশিক্ষণ দিচ্ছেন।
পারসা ইভানা বলেন, ‘আমি কিছুদিন আগে জুমে অডিশন দিয়েছি। স্কট নিজে ইন্টারভিউ নিয়েছেন। অভিনয় করে দেখালাম, তিনি আমার অভিনয়ে ভীষণ মুগ্ধ হলেন এবং তৎক্ষণাৎই তিনি বলে দিলেন যে, তুমি অভিনয় প্রশিক্ষণ গ্রহণ করার জন্য চূড়ান্ত হয়েছ। যদিও এটা আমার জন্য খুব কঠিন একটি পরীক্ষা ছিল, কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিয়ে ভীষণ উপভোগ করেছি। সবার কাছে দোয়া চাই, যেন আমি ঠিকঠাক মতো দ্য ফ্রিম্যান স্টুডিও থেকে কোর্সটা সম্পন্ন করতে পারি।’
আট সপ্তাহের এ কোর্সের জন্য এপ্রিলে নিউ ইয়র্কে আসছেন অভিনেত্রী।
এবার ঈদে পারসাকে দেখা যাবে ‘হোসেইন’ নামের একটি নাটকে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন পলাশ ও পাভেল। নাটকটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল।
২০১৪-এর চ্যানেল আই ‘সেরা নাচিয়ে’র চ্যাম্পিয়ন হন পারসা। অভিনয় ক্যারিয়ারে প্রথম নাটক ছিল অঞ্জন আইচের ‘পঞ্চমীর চাঁদ’। তার অভিনীত আলোচিত দর্শকপ্রিয় নাটকগুলো হচ্ছে ‘বে বাজ’, ‘কিডনী’, ‘দুঃখিত’, ‘এভাবেও ফিরে আসা যায়’, ‘সন্ধ্যা ৭টা’।