মঙ্গলবার

,

১৫ই এপ্রিল, ২০২৫

বড় জয় দিয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে যশোরের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৪৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়েছে শনিবার। দেশের ৬৪টি জেলা দলের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টকে মূলত জেলা ক্রিকেটের বিশ্বকাপ বলা হয়। এজন্য এ লড়াইয়ে নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা থাকবে সব দলেরই।

টুর্নামেন্টের প্রথম দিনে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে যশোর। শনিবার গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়ামে তারা বরগুনা জেলাকে হারিয়েছে সাত উইকেটে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৬ ওভার তিন বলে সব ক’টি উইকেট হারিয়ে ১২৯ রান করে বরগুনা।

বরগুনার ব্যাটিং ইনিংসে গোলাম পারভেজ ২২, আহাদুজ্জামান ইমন ৫২, মৃদুল দেবনাথ ২৯ রান করেন। বল হাতে যশোরের মেহেদী হাসান শিবলী পাঁচটি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন খন্দকার মাহফুজ, আব্দুল্লাহ আল মামুন, ইমন ফারাজী ও শামীম শরীফ।

বরগুনার ইনিংস বড় করতে দেননি যশোরের মেহেদী হাসান শিবলী। এ বোলার ১০ ওভার বল করে দু’টি মেডেন আদায়ের পাশাপাশি ৩২ রান দিয়ে আদায় করে নেন পাঁচটি উইকেট।

স্বল্প রানের জবাবে ৩০ ওভার এক বলে তিনটি উইকেট হারিয়ে জয় তুলে নেয় যশোর।

যশোরের ব্যাটিং ইনিংসে সাদমান রহমান ৪৪, শাকিল অপরাজিত ৪৭ ও আব্দুল্লাহ আল মামুন অপরাজিত ২৪ রান করেন।

বল হাতে বরগুনার মৃদুল দেবনাথ , সোহাগ হাওলাদার ও মুহিব বিল্লাহ নিয়েছেন একটি করে উইকেট।