লাল সবুজের জার্সিতে খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এতে বাংলাদেশের ফুটবল ভক্তদের মনে নতুন করে আশা জেগেছে বিশ্বকাপ খেলার।
সোমবার পরিবারসহ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হামজা।
হামজার বাংলাদেশে এসে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভবিষ্যতেও হামজার মতো প্রবাসী প্রতিভাবান ফুটবলারদের খোঁজে থাকবে বাফুফে।
হামজাকে বরণ করে নিতে সিলেট বিমানবন্দরে উপস্থিত হয়েছেন বাফুফের প্রতিনিধি দলও। সেখানে আছেন ফুটবল ফেডারেশনের ৭ নির্বাহী সদস্য।
ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন চার সদস্য শাহীন, হিল্টন, গাউস ও ইকবাল। সোমবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও তিন সদস্য রুপু, সবুজ ও মঞ্জু।
হামজা চৌধুরীর হাত ধরে বিশ্বকাপ বাছাইয়ে ভারতকে হারাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা বাফুফে ও সমর্থকদের। ২৫ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ দলে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের।