ঈদের ছুটি কাটিয়ে ডিপিএল মাঠে ফিরেছে দলগুলো।
সবার আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী। পারভেজ হোসেনের দ্রুততম ১৫ বলের ফিফটি সবার নজর কেড়েছে এদিন।
রবিবার শাইনপুকুরকে ১০ উইকেটে হারিয়ে ৯ ম্যাচের আটটিতে জিতে সুপার লিগে উঠেছে দলটি। বিপরিতে এক জয় নিয়ে সবার শেষে আছে শাইনপুকুর।
বাকি দুই ম্যাচের একটিতে প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে মোহামেডান। ২ সেঞ্চুরিসহ লীগে ৮ ম্যাচে ৭ ইনিংসে ৩৬৮ রান করা তামিমই মোহামেডানের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক।
তিনে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। সোমবার জিতলেই আবার দুইয়ে উঠে আসবে দলটি।
আরেক ম্যাচে ধানমণ্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে লোয়ার মিডল অর্ডারের কৃতিত্বে ২ উইকেটের জয় পেয়েছে গুলশান।
এদিন শাইনপুকুরের বিপক্ষে বোলাররাই আবাহনীর জয়ের মঞ্চ সাজিয়ে দেন। মোসাদ্দেক হোসেন ও রাকিবুল হাসানের স্পিন ঘূর্ণির সঙ্গে পেসার রিপন মণ্ডলের দারুণ বোলিংয়ে মাত্র ৮৮ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।
মোসাদ্দেক ৪টি এবং রাকিবুল ও রিপন নেন দুটি করে উইকেট। বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে পারভেজ হোসেনের দ্রুততম ১৫ বলের ফিফটিতে ৬.৪ ওভারেই লক্ষ্য তাড়া করে ফেলে আবাহনী। ২৩ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৬১ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার।
মিরপুরে বড় সংগ্রহ গড়তে পারেনি প্রাইম ব্যাংকও।
আগে ব্যাটিংয়ে নেমে ১৭৪ রানে অলআউট হয় দলটি। একাই ৮৯ রানের ইনিংস খেলেছেন শামীম হোসেন। এরপর মেহেদী হাসান মিরাজ (৬৭) ও তাওহিদ হৃদয়ের (৫৭) ফিফটিতে ২০ ওভার হাতে রেখে ম্যাচ জেতে মোহামেডান। অন্যদিকে ধানমণ্ডির ২৫৮ রানের লক্ষ্য নাঈম ইসলাম (৬৮) ও খালিদ হাসানের (৪২) ব্যাটে টপকে যায় গুলশান।