বুধবার

,

১৬ই এপ্রিল, ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে জয়ী বার্সেলোনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ৪-০ গোলে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে।

বুধবার বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিতে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে গোল করেছেন আক্রমণভাগের তিন তারকার প্রত্যেকেই। রবার্ট লেভানডফস্কি করেছেন জোড়া গোল। আর একটি করে গোল করেছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ বছর টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল তারা। ৪টি ড্রয়ের বিপরীতে পেয়েছে ১৯ জয়। যার শেষটি বার্সা পেয়েছে বুধবার রাতে। চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগের ম্যাচে বার্সার সামনে দাঁড়াতেই পারেনি বরুসিয়া ডর্টমুন্ড।

প্রথমার্ধে এক গোল হজম করে ঠেকিয়ে রাখলেও, দ্বিতীয়ার্ধে বার্সার সামনে আত্মসমর্পণ করেছে গতবারের রানার্সআপরা। বার্সার কাছে ডর্টমুন্ড হেরেছে ৪-০ গোলে। এই হারে অ্যাওয়ে ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালের দুয়ারে পৌঁছে গেল বার্সা।

২০১৬ সালে লুইস এনরিকের অধীনে বার্সা অপরাজিত ছিল ২২ ম্যাচ। সেটি ছাড়িয়ে এবার ২৩ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তি গড়লেন ফ্লিক।

বার্সেলোনা স্পেনের লা লিগায় চার পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল এবং এই মৌসুমের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের লীগ পর্বে দ্বিতীয় স্থান অর্জন করেছিল।

চলতি বছর এখন পর্যন্ত সব ম্যাচে অপরাজিত আছে স্প্যানিশ ক্লাপ বার্সেলোনা। সুযোগ থাকছে মৌসুমে ট্রেবল জেতার। ২০০৯ সালে ইউরোপের প্রথম দল হিসেবে ট্রেবল জেতে বার্সা।

২০১৫ সালে দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়ে তারা।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তিন বারের দেখায় দুইবার জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

গত বছর ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়া ডর্টমুন্ড জার্মান শীর্ষ ফ্লাইটে অষ্টম স্থানে রয়েছে।