শনিবার

,

১৯শে এপ্রিল, ২০২৫

ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত নিহত ৩ ও আহত ১

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দক্ষিণ ফ্লোরিডার বোকা রাটন এলাকায় শুক্রবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। পুলিশ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য নিশ্চিত করেছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি সেসনা ৩১০ মডেলের ও তিনজন আরোহী নিয়ে শনাক্ত করা হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে এটি বোকা রাটন বিমানবন্দরের কাছাকাছি এন. মিলিটারি ট্রেইলে বিধ্বস্ত হয়। বিমানটি বোকা রাটন থেকে ছেড়ে টালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

বোকা রাটন ফায়ার রেসকিউ-এর সহকারী প্রধান মাইকেল লাসালে বলেছেন, বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়, যার ফলে তিন আরোহীই নিহত হন। বিমানটি মাটিতে আছড়ে পড়ার সময় অগ্নিকুণ্ডে সংস্পর্শে গাড়ির এক যাত্রী আহত হন।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, প্লেন বিধ্বস্ত হয়ে একটি গাড়িতে আগুন লেগে যায় এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে পুরো সড়কে। একটি গাড়িচালক, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মধ্যে দিক হারিয়ে একটি গাছে ধাক্কা দিলে তিনি আহত হন। পুড়ে যাওয়া গাড়িটি দুটি গাছের মাঝে আটকে থাকতে দেখা যায় এবং আশপাশের এলাকা ফেনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ‘বোকা নিউজ নাও’ জানিয়েছে, বিমানটি যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়েছিল।

বোকা রাটন পুলিশ বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দেয়নি। নিরাপত্তার স্বার্থে পুলিশ এনডাব্লিউ ১৯তম স্ট্রিট থেকে বাটস রোড পর্যন্ত এন. মিলিটারি ট্রেইল বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে গ্লেডস রোডে আই- নাইন্টি ফাইভ ওভারপাস উভয় দিকেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একদিন আগে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে নিউ ইয়র্কের হার্ডসন নদীতে ভ্রমনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট, ৩ শিশুসহ স্পেনের দম্পতি মিলে মোট ৬ জন নিহত হয়েছেন ।