বুধবার

,

১৬ই এপ্রিল, ২০২৫

বুধবার থেকে শুরু হচ্ছে সুপার লিগ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষ ছয় দল নিয়ে বুধবার শুরু হচ্ছে সুপার লিগ। তবে এখনও আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। বুধবার থেকে শুরু হতে যাওয়া সুপার লিগে এবার রিজার্ভ ডে রাখা হবে।

১২ এপ্রিল শেষ হয়েছে প্রথম পর্ব। সুপার লিগে কোয়ালিফাই করেছে টেবিলের শীর্ষে থাকা ৬ দল। সুপার লিগে খেলবে মোহামেডান, আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ও লিজেন্ডস অফ রূপগঞ্জ। লিগ পর্বের মতো ম্যাচগুলো মিরপুর এবং বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। সুপার লিগের ম্যাচগুলোর সম্ভাব্য তারিখ ১৬, ১৮, ২০, ২৩ ও ২৫ এপ্রিল।

বৈশাখ মাসে ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকে যে কোনও সময়। সুপার লিগে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে ঘুরে যেতে পারে শিরোপা নির্ধারণের সমীকরণ। এক্ষেত্রে রিজার্ভ ডে রাখা হতে পারে। ক্লাবগুলো থেকে প্রস্তাব আসার কারণে রিজার্ভ ডে রাখা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, লিগ পর্বের ম্যাচগুলোতে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ব্যাটিং তালিকায় শীর্ষে রয়েছেন এনামুল হক বিজয়। বোলিংয়ে রয়েছেন রাকিবুল হাসান। লিগে যে কয়েকজন ক্রিকেটার ধারাবাহিক পারফর্ম করেছেন তাদের মধ্যে এগিয়ে এই দুই ক্রিকেটার। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক এনামুল ১১ ম্যাচে ৭২.৭৮ গড়ে ৬৫৫ রান করেছেন। ২ সেঞ্চুরি ছাড়াও আছে চারটি হাফসেঞ্চুরি। অন্যদিকে আবাহনী লিমিটেডের হয়ে খেলা স্পিনার রাকিবুল হাসান ১১ ম্যাচে ৪.০৭ ইকোনমিতে পেয়েছে ২৩ উইকেট।