শনিবার

,

১৯শে এপ্রিল, ২০২৫

সংস্কার-বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সংস্কার ও বিচার নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচন এমনভাবে করতে হবে, যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে। তাই জাতীয় নির্বাচনের পূর্বে সরকারকে ৩টি শর্ত পূরণ করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউরোপের কয়েকটি দেশের সফর প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন, ইউরোপিয়ান কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের জনগণের প্রয়োজন এবং প্রত্যাশার কথা বলেছি।

তিনি বলেন, ‘তারা আমাদের দেশের নির্বাচন বিষয়ে জানতে চেয়েছেন। নির্বাচন কীভাবে হবে কখন হবে? আমরা বলেছি অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে এই পরিবেশ ৩টা ম্যান্ডেটোরি জিনিস দাবি করছে। নম্বর ওয়ান দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার। প্রয়োজনীয় সংস্কারগুলো না করে যদি নির্বাচন হয় তবে এই নির্বাচন গণতন্ত্রের কোন ভিত্তি রচনা করতে পারবে না। অতীতের যে নির্বাচনগুলো দেশ এবং জাতি ও বিশ্বের কাছে মোটেও গ্রহণযোগ্য হয়নি সে রকমের হয়ত আরেকটি খারাপ নির্বাচন হবে। আমরা ঐ নির্বাচন চাই না। হাজার প্রাণের বিনিময় হাজার হাজার পঙ্গুত্বের বিনিময়, আহত হওয়ার বিনিময়, রক্তের বিনিময় যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। এ সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সংস্কারের মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের প্রত্যাশা পূরণ করা হোক। সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে।’

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এ অবস্থায় দেশে নির্বাচন হওয়ার পূর্বে দৃশ্যমান, গ্রহণযোগ্য, মৌলিক সংস্কার করতে হবে। মধ্য ফেব্রুয়ারি সময়সীমা নির্বাচনের জন্য কঠিন নয়। শর্তগুলো পূরণ হলে নির্ধারিত সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে। এক্ষেত্রে সকল রাজনৈতিক দলের উচিত সরকারকে সাহায্য করা। যতদ্রুত তারা সরকারের সাথে সমন্বয় করবে তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে, তাহলে যে পরিস্থিতি হবে তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শফিক বলেন, ‘সফরের সময় তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তারা কেবল খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাকে দেখতে গিয়েছিলেন।’

তিনি বলেন, আমাদের এ সফরে লক্ষ্য ছিল সভ্য এবং আধুনিক এ বিশ্বের উন্নয়নের প্রাণকেন্দ্র ইউরোপের সাথে আমাদের দেশের সম্পর্ককে ঘনিষ্ঠ করা। নতুন বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়া এবং দেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় পৌঁছানোর বিরামহীন প্রচেষ্টা। আমাদের রাজনীতির মূল উপপাদ্যই হচ্ছে জনগণের কল্যাণ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা।

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের ‘সাউথ এশিয়া সম্পর্ক বিষয়ক ডেলিগেশন’-এর চেয়ারম্যান মি. শেরবান ডিমিত্রি স্তুরজার আমন্ত্রণে গত ৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত ইউরোপ এবং ১১ ও ১২ এপ্রিল যুক্তরাজ্য সফর করে। এ সফরের ওপর ভিত্তি করে এই ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতের ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, আইন উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবুল আলম এবং জামায়াত আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।