ভারতের মাটিতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাছাই পর্বের শেষ ম্যাচে শনিবার পাকিস্তানের বিপক্ষে হারলেও ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন তখনও হাতছানি দিচ্ছিল বাংলাদেশকে। সবার চোখ ছিল ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে।
যদিও শনিবার বাছাই পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রান রেট বিবেচনায় বাংলাদেশকে টপকে যেতে পারেনি ক্যারিবীয়রা।
যার ফলে ৫০ ওভারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
এর আগে ২০২২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিত করেছে। তাদের পয়েন্ট ৬ হলেও রান রেট ছিল ০.৬৩৯। ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট ৬। কিন্তু তাদের রান রেট ছিল ০.৬২৬।
এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাই পর্ব থেকে নতুন করে যুক্ত হলো বাংলাদেশ ও পাকিস্তান। ৫ ম্যাচের সবকটিতে জিতে পুরো দশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে পাকিস্তান।