রবিবার

,

২০শে এপ্রিল, ২০২৫

ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজার হাজার বিক্ষোভকারীর সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও রাজপথে নামছেন দেশটির বাসিন্দারা। শনিবার ওয়াশিংটন এবং আমেরিকার অন্যান্য শহরে হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ করে ট্রাম্পের অভিবাসন নীতি, সরকারি বরখাস্ত এবং গাজা ও ইউক্রেনের যুদ্ধের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

হোয়াইট হাউসের বাইরে, বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের নেওয়া আরো অনেক নীতির বিরুদ্ধে লেখা ব্যানার বহন করে, যা মিডিয়া ফুটেজে দেখা গেছে।

বিক্ষোভে অংশ নিয়ে অনেকে বলেন, এমন পরিস্থিতিতে চুপ করে থাকার কোনো মানে হয় না। দেশের বিভিন্ন স্থানে একই ধরনের বিক্ষোভে ট্রাম্প প্রশাসনের নাগরিক অধিকার লঙ্ঘন, নির্বিচারে অভিবাসী বিতাড়ন এবং সরকারি কর্মসংস্থান সংকোচনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ পেয়েছে।

এসময় ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভের অংশ হিসেবে নিউ ইয়র্কের ম্যানহাটনের মধ্যভাগে মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া হোয়াইট হাউসের সামনে সমাবেশ থেকে শুরু করে ম্যাসাচুসেটসের বিপ্লব যুদ্ধের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়া সান ফ্রান্সিসকোর ওশান বিচে বিক্ষোভকারীরা ‘ইমপিচ অ্যান্ড রিমুভ’ লেখা মানব ব্যানার তৈরি করে প্রতিবাদ জানান।

কিছু বিক্ষোভকারী ট্রাম্প প্রশাসন যেসব অভিবাসীকে বিতাড়ন করেছে অথবা বিতাড়নের চেষ্টা করছে তাদের সমর্থনে স্লোগান দেন, একই সাথে ফেডারেল সরকার কর্তৃক বরখাস্তকৃত ব্যক্তিদের এবং ট্রাম্প কর্তৃক তহবিল হুমকির মুখে থাকা বিশ্ববিদ্যালয়গুলির প্রতি সংহতি প্রকাশ করেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, বর্তমান সরকারই এখন আমেরিকানদের স্বাধীনতার ওপর আক্রমণ চালাচ্ছে এবং এর বিরুদ্ধে সবার রুখে দাঁড়ানো দরকার। কিছু জায়গায় আবার ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে, ফেডারেল কর্মী ছাঁটাই এবং সামাজিক নিরাপত্তা হ্রাসের প্রতিবাদেও কর্মসূচি পালিত হয়।

ম্যানহাটনে অভিবাসনবিরোধী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভকারীরা ট্রাম্প টাওয়ারের পাশ দিয়ে সেন্ট্রাল পার্ক পর্যন্ত মিছিল করে। তারা ‘নো ফিয়ার, নো হেট, নো আইস ইন আওয়ার স্টেট’ স্লোগানে মুখর ছিলেন।

অনেকেই উদ্বেগ প্রকাশ করেন, ট্রাম্প প্রশাসন ১৭৯৮ সালের যুদ্ধকালীন আইন প্রয়োগ করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।

একাধিক বিক্ষোভকারী ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বলেন, তিনি আদালতের নির্দেশ উপেক্ষা করছেন, গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করছেন এবং দেশকে পুলিশ রাষ্ট্রে পরিণত করছেন।