বৃহস্পতিবার

,

২৪শে এপ্রিল, ২০২৫

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ রাশিয়া ও ইউক্রেনের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ইস্টার সানডে উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু গত শনিবার এ ঘোষণার পর রাশিয়া ও ইউক্রেন রবিবার পরস্পরের বিরুদ্ধে ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। খবর আল জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে নিজেরাই ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের আক্রমণের প্রচেষ্টা প্রতিহত করেছে এবং কিয়েভের বিরুদ্ধে ড্রোন হামলা ও গোলাবর্ষণের অভিযোগ তুলেছে।

তবে জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে অন্তত ৩০ দিন করা হোক যেন শান্তি প্রতিষ্ঠার একটি সুযোগ পাওয়া যায়।

ইউক্রেনীয় কমান্ডার ইন চিফ ওলেক্সান্দার সিরস্কির বরাত দিয়ে জেলেনস্কি বলেন, সকাল ১০টা থেকে রাশিয়ার গোলাবর্ষণ ও কামাকাজি ড্রোনের ব্যবহার বেড়েছে। এর আগে তিনি বলেছিলেন, যুদ্ধবিরতির প্রথম ছয় ঘণ্টায় ৩৮৭টি গোলা, ২৯০টি ড্রোন এবং ১৯টি আক্রমণ করেছে রুশ বাহিনী। যদিও ইউক্রেনের বিমানবাহিনী কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার খবর দেয়নি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যেকোনো আক্রমণের প্রতি সম জবাব দেবে। রাশিয়া যুদ্ধবিরতির সাধারণ ধারণা তৈরি করতে চাইছে। তারা বিচ্ছিন্ন আক্রমণ চালাচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও রাতে ইউক্রেনীয় বাহিনী দোনেত্স্ক অঞ্চলে রুশ অবস্থানে আক্রমণের চেষ্টা করে। তবে আক্রমণ প্রতিহত করা হয়েছে। আমাদের সেনা অবস্থান লক্ষ্য করে ইউক্রেন ৪৪৪টি গোলা এবং ৯০০টি ড্রোন ছুড়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের সেনারা কঠোরভাবে যুদ্ধবিরতি মেনে চলছে এবং আগে সম্মুখ সারির যেখানে ছিল, সেখানেই অবস্থান করছে।

মস্কো ও কিয়েভকে যুদ্ধবিরতিতে সম্মত করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক মাসের প্রচেষ্টার পর ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতির আশা করা হলেও সকলেই হতাশ হয়েছেন।

এর আগে গত মাসে পুতিন আমেরিকার প্রস্তাবিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেন। যদিও কিয়েভ তা মেনে নিয়েছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হুমকি দেন, অগ্রগতি না হলে তিনি আর মধ্যস্থতার চেষ্টা চালাবেন না।