বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ ম্যাচে মোহামেডানের কাছে হেরে যায় আবাহনী। তবে সুপার লিগের প্রথম দুই ম্যাচেই জিতেছে দলটি। রবিবার গুলশান ক্রিকেট ক্লাবকে তারা হারিয়েছে ৫০ রানে। এই জয়ে শিরোপাস্বপ্ন আরো জোরালো হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর।
এদিকে সুপার লিগের প্রথম ম্যাচ হারা আরেক শিরোপাপ্রত্যাশী দল মোহামেডানও জয়ে ফিরেছে। রনি তালুকদারের সেঞ্চুরিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ক্লাবটি।
দিনের অন্য ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকেও একই ব্যবধানে উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
প্রথমে ব্যাটিং করতে নেমে ২৭৮ রানে অলআউট হয় আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ২৭৮ রানের জবাবে গুলশানের প্রথম সারির ব্যাটাররাও ভালো করতে পারেনি। লোয়ার অর্ডারে নিহাদুজ্জামানের অপরাজিত ৮২ রানের ইনিংস হারের ব্যবধান কমিয়েছে ঠিকই, জেতাতে সমর্থ ছিল না।
অন্যদিকে রনির ১২২ রানের ইনিংসে মোহামেডান সহজে টপকে যায় অগ্রণী ব্যাংকের দেওয়া ২৪১ রানের লক্ষ্য।
লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে জয়ের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটার এনামুল হক বিজয় ৫০তম সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছেন। এদিন ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।